খবরটা আগেই প্রকাশ করেছিল বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম। এবার আনুষ্ঠানিকভাবেই অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন বেন স্টোকস।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই স্কোয়াডে আছেন টেস্ট অধিনায়ক স্টোকস। মূলত বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্যই এই সিরিজে খেলানো হবে তাকে।
তবে দলে জায়গা হয়নি দুই ব্যাটার হ্যারি ব্রুক এবং বেন ডাকেটের। আর পুরোপুরি ফিট না হওয়ায় বাইরে রাখা হয়েছে পেসার জোফরা আর্চারকে। জস বাটলারের নেতৃত্বাধীন দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন সারের ২৫ বছর বয়সী ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন।
আগামী অক্টোবরে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ সালে ঘরের মাটিতে শিরোপা উৎসব করলেও এবার তাদের লড়তে হবে ভারতের মাটিতে। ৫ অক্টোবর আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচেই ইংলিশরা মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের; যাদের সুপার ওভারে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলেছিল মরগানবাহিনী।
গত বিশ্বকাপ জেতা ইংল্যান্ড স্কোয়াডের ৯ জন এবারও দলে জায়গা ধরে রেখেছেন। তাদেরই একজন গত আসরের ফাইনালের ম্যাচ সেরা স্টোকস। শোনা যাচ্ছে, এবার বিশ্বকাপে স্টোকস খেলবেন শুধুই ব্যাটার হিসেবে। বছরের শুরুর দিক থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তা নিয়ে খেলেছেন অ্যাশেজও। বোলিং খুব একটা করেননি। কথা ছিল অ্যাশেজ শেষে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাবেন এই অলরাউন্ডার। তবে অবসর ভেঙে ফেরায় সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্টোকসকে অবসর ভেঙে ফেরাতে অনুরোধ করেছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। গত বিশ্বকাপ জয়ের পেছনে স্টোকসের অবদান ছিল অসামান্য। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। শিরোপা ধরে রাখার জন্য ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বিকল্প হিসেবে কাউকে ভাবতে পারছিল না টিম ম্যানেজমেন্ট। তাই ওয়ানডেতে ১০৫ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ২১ ফিফটিসহ ২ হাজার ৯২৪ রান করা স্টোকসকেই বেছে নিলেন তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি , মার্ক উড, ক্রিস ওকস।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গুস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জোশ টঙ্গু , জন টার্নার, লুক উড।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমএইচএম