ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দল ফাইনালে উঠলে ফের এলপিএল খেলতে যাবেন হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
দল ফাইনালে উঠলে ফের এলপিএল খেলতে যাবেন হৃদয়

লঙ্কান প্রিমিয়ার লিগে এবার নজরকাড়া পারফর্মই করেছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে মাঠ মাতিয়ে ফিরে এসেছেন দেশে।

৮ আগস্ট অবধি অনাপত্তিপত্র নেওয়া ছিল তার, সেটি শেষ হওয়ায় দেশে ফিরেছিলেন। তবে তার দল জাফনা ফাইনালে উঠলে আবারও এলপিএল খেলতে যাবেন হৃদয়।  

শোয়েব মালিকের ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে খেলতে গেলেও পরে দুর্দান্ত পারফরম্যান্স করেন হৃদয়। তখনই তাকে রেখে দিতে চেয়েছিল দলটি। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফিরে আসেন তিনি। বুধবার বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন হৃদয়।  

আগের দফায় লঙ্কান প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলেন তিনি। ৩৮ গড়ে রান করেছেন ১৫৫। একটি ম্যাচ ছাড়া সবগুলোতেই কার্যকরী ইনিংস খেলেন তিনি। অভিষেকেই হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরিও। এবারের এশিয়া কাপের অন্যতম ভেন্যুও শ্রীলঙ্কা, এই টুর্নামেন্টে ভালো করতে হৃদয়কে সাহায্য করতে পারে এলপিএল।

৮ ম্যাচের তিনটিতে জিতে হৃদয়ের জাফনা কিংস ৬ পয়েন্টে অবস্থান ছিল টেবিলের চার নম্বর পজিশনে। ফাইনালে যেতে বৃহস্পতিবার বি লাভ ক্যান্ডির মুখোমুখি হবে জাফনা। এরপর তাদের এলিমেনটরে খেলতে হবে ডাম্বুলা অরা অথবা সাকিব আল হাসানের গলে টাইটান্সের বিপক্ষে।  

বাংলাদেশ সময় : ২৩০৭ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।