ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনদের গায়ে লাগানো ‘জিপিএস কিটে’ আসলে কী লাভ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
তাসকিনদের গায়ে লাগানো ‘জিপিএস কিটে’ আসলে কী লাভ

এশিয়া কাপ সামনে রেখে প্রথম দিনের অনুশীলনের সময়ই দেখা গেল প্রথমবার। ‘ম্যাচ সিনারিও প্রস্তুতি’র ওই দিনে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ বোলিং করেছিলেন একই প্রান্ত থেকে।

তাদের দুজনের গায়েই ছিল একটি কালো কিট, সেটিতে আসলে ছিল জিপিএস।  

এমন প্রযুক্তির ব্যবহার বাংলাদেশ দলের অনুশীলনে হয় প্রথমবারের মতো। মূলত ফুটবল দলেই জিপিএসের দেখা যায় নিয়মিত। এই প্রযুক্তি ব্যবহারের সুবিধা কী? সেটিই বৃহস্পতিবার বিসিবির ফেসবুক পেজ থেকে প্রকাশিত হওয়া ভিডিওতে বলেছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক লি।

তিনি বলেন, ‘আমরা ক্যাটাপল্ট জিপিএস সিস্টেম ব্যবহার শুরু করেছি। এটার প্রধান সুবিধা হচ্ছে আমাদের জন্য, এখন আমরা সব তথ্য পাচ্ছি খেলোয়াড়রা আসলে কী করছে। যেহেতু আমাদের খুব অভিজ্ঞ কোচদের গ্রুপ আছে (তাদের জন্য সুবিধার)। ’

গত কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পেস বোলারদের উত্থান ছিল চমকপ্রদ। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা দলের সাফল্যেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের জন্য অবশ্য সবসময়ই বড় চিন্তা ফিটনেস। জিপিএস লাগানোয় পেসারদের ব্যাপারেও থাকছে বাড়তি সুবিধা।

লি বলেন, ‘ক্যাটাপল্ট সিস্টেমের আরেকটি সুবিধা হলো পেস বোলিং অ্যালগরিদম। যখন একজন বোলার বল করে এটা স্বয়ংক্রিয়ভাবে তথ্য কম্পিউটারে পাঠিয়ে দেয় যেমন রানআপ দূরত্ব, রানআপের গতি, ক্রিজের লোড। কোচরা বুঝতে পারে কী ঘটছে। এরপরে তারা যদি মনে করে কোন বদল আনা দরকার সেটা করতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।