অ্যাশেজ চলাকালীনই চোট পেয়েছিলেন বাঁ হাতের কবজিতে। ভেবেছিলেন তা দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেরে যাবে।
স্মিথ না থাকায় এখন ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হয়েছে তাকে। স্মিথের পরিবর্তে ওয়ানডে দলে মার্নাস লাবুশেন ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অ্যাশটন টার্নার। ওয়ানডে দলে স্টার্কের বদলে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে। বর্তমানে ইনজুরিতে ভুগলেও বিশ্বকাপের আগেই স্মিথ-স্টার্ক ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ৭ সেপ্টেম্বর ব্লমফন্তেইনে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এএইচএস