অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। খেলবেন আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে।
গত অ্যাশেজে স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট দলে ফিরেছিলেন মঈন আলী। তবে ওয়ানডেতে স্টোকসের ফেরার পেছনে কেউ অনুরোধ করেনি বলে জানান ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। সিদ্ধান্ত স্টোকসের একান্তই নিজের ছিল। ব্যাপারটা স্বার্থপরের মতো মনে হয়েছে অজিদের ১১ টেস্টে নেতৃত্ব দেওয়া পেইনের কাছে।
তিনি বলেন, “অবসর ভেঙে বেন স্টোকস ওয়ানডেতে ফিরেছে, আমার কাছে বিষয়টা ইন্টেরেস্টিং লেগেছে। এটা একটু স্বার্থপরের মতো হয়ে গেছে, তাই কি নয়? 'কোথায় খেলব, কখন খেলতে চাইব- সেটা আমিই বেছে নেব' এবং 'আমি বড় টুর্নামেন্টে খেলব। ' আমার কাছে এমনটাই মনে হয়েছে। “
“গত ১২ মাসে যে খেলেছে তাকে বলা হয়েছে, 'দুঃখিত এবং ধন্যবাদ। তবে তুমি কি বেঞ্চে বসবে? কারণ আমি খেলতে চাই এখন। '“
স্টোকস ফেরায় ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়েছেন হ্যারি ব্রুক। তবে এনিয়ে অভিযোগ নেই ডানহাতি এই ব্যাটারের, 'অবশ্যই এটা হতাশার (বিশ্বকাপে থাকতে না পারা), তবে সামনে এগিয়ে যেতে হবে। আমি চেষ্টা করছি এটা নিয়ে আর না ভাবতে। '
'ম্যাথু (মট) ও জসের (বাটলার) সঙ্গে খুব বেশি কথা হয়নি আমার। তবে তারা বলেছিলেন যে, স্টোকস ফিরে আসছে, কাজেই আমাকেই হয়তো এবার বাইরে থাকতে হবে। ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন সে, কাজেই আমি আসলে অভিযোগ করতে পারি না… পারি কি?'
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এএইচএস