সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হলো অনুশীলন। সাংবাদিকদের জন্য বরাদ্দ ১৫ মিনিট।
এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে আছেন তিনি। তবে মঙ্গলবারের অনুশীলনে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। আগের দিন রাতে অসুস্থ হয়ে পড়ায় শামীম আসেননি বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বাংলানিউজকে তিনি বলেন, ‘গতকালকে রাতে ও অসুস্থ হয়ে পড়েছিল। বমি করেছে। এমনিতে তেমন কোনো ইনজুরি না। অসুস্থ হয়ে পড়ায় আসেনি আর কী! দুয়েকদিনের মধ্যেই আবার অনুশীলনে ফিরবে। ’
এদিকে গোড়ালির চোটে পড়ায় এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছেন এবাদত হোসেন। অনেকদিন বিরতির পর দুই দিন আগে অনুশীলনে ছোট রান আপে বোলিং করেন তিনি। তবে এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা কম। এবাদত যেতে না পারলে তানজিম হাসান সাকিব বা খালেদ আহমেদের মধ্যে একজনের যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময় : ১০০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএইচবি/এএইচএস