ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাটকীয়তায় ভরা ম্যাচে জয়ী দল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
নাটকীয়তায় ভরা ম্যাচে জয়ী দল পাকিস্তান

নাটকীয়তায় ভরা ম্যাচে হলো সবই। ইবরাহিম জাদরান আর রহমানউল্লাহ গুরবাজ শুরুটা করলেন দুর্দান্ত।

গুরবাজ সেঞ্চুরি ছাড়িয়েও গেলেন অনেকটা পথ, আফগানিস্তানের রান ছুয়ে ফেললো তিনশ। এরপর ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাঝে পড়লো বেশ বিপদে। শেষ ওভারের শুরুতেই নন স্ট্রাইক প্রান্তে রান আউট করলেন ফজল হক ফারুকী। কিন্তু জয়টা ধরা দিলো পাকিস্তানকেই।

বৃহস্পতিবার রাতে হাম্বানটোটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩০০ রানের সংগ্রহ পায় আফগানরা। জবাব দিতে নেমে এক বল আগে জয় পায় পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে আগের ম্যাচে অল্পতে গুটিয়ে যাওয়া আফগানিস্তান এবার পায় বড় সংগ্রহের ভিত। ২৪১ বলে ২২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন গুরবাজ ও ইবরাহিম। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে যে কোনো দলের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি এটি। এর আগে এই কীর্তি ছিল ওয়ার্নার ও ট্রাভিস হেডের। ২০১৭ সালে তারা ২৮৪ রান করেছিলেন।

ইনিংসের ৪৫তম ওভারে গিয়ে আউট হন রহমানউল্লাহ। এর আগে ৩ ছক্কা ও ১৪ চারে ১৫১ বলে ১৫১ রান করেন তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন গুরবাজ। প্রথম আফগান ব্যাটার হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি।  

গুরবাজের আগেই আউট হয়ে যান ইবরাহিম। উসামা মীরের বলে ইফতেখার আহমেদের হাতে ক্যাচ দেওযার আগে ১০১ বলে ৮০ রান করেন এই ব্যাটার। আফগানিস্তানের পরের ব্যাটাররা সেভাবে আর ইনিংস এগিয়ে নিতে পারেননি। মোহাম্মদ নবীর ২৯ বলে ২৯ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শহিদীর ১১ বলে ১৫ রানে ভর করে তাদের ইনিংস তিনশ ছুয়ে ফেলে।  

জবাব দিতে নেমে ৫২ রানে ফখর জামানকে আউট করে আফগানিস্তান। এরপরও পাকিস্তানের জন্য সমীকরণ সহজই ছিল। ৩০ ওভারে ১৬৯ রান তুলতে তারা হারিয়েছিল কেবল এক উইকেট। পরের ২০ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৩২ রান।  

কিন্তু ৪০ রানের ভেতর পাকিস্তানের পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে আফগানিস্তান। শেষ ১২ বলে দুই উইকেট হাতে নিয়ে পাকিস্তানকে করতে হতো ২৭ রান। ৪৯তম ওভারে ১৬ রান নিয়ে লড়াই জমিয়ে তোলেন শাদাব খান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান। ফাজল হক ফারুকী শুরুতেই রান আউট করে দেন শাদাবকে। বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নন স্ট্রাইকে থাকা শাদাব খান। সেট ব্যাটারকে ফিরতে হয় সাজঘরে।

উইকেটে এসে প্রথম বলে চার মারেন নাসিম। পরের দুই বল থেকে নিতে পারেন ১ রান। ৩ বলে দরকার তখন ছয় রানের। চতুর্থ বলে আফগান ফিল্ডারের তালগোল পাকানো ফিল্ডিংয়ে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান। পঞ্চম বল ঠিকমতো ব্যাটে না লাগলেও থার্ডম্যান দিয়ে হয়ে যায় চার। ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

বাংলাদেশ সময় : ১০৪১ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।