দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। এর আগে সুসংবাদ পেল পাকিস্তান দল।
আফগানিস্তানকে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৯ রানের জয় পেয়েছে তারা। সিরিজের বাকি দুই ম্যাচের একটিতে ১৪২ রানে এবং অন্যটিতে ১ উইকেটে জিতেছিল পাকিস্তান।
ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট এখন সমান ১১৮। তবে পয়েন্টের হিসাবে এগিয়ে পাকিস্তান। অস্ট্রেলিয়ার পয়েন্ট যেখানে ২ হাজার ৭১৪, সেখানে পাকিস্তানের পয়েন্ট ২ হাজার ৭২৫। অন্যদিকে পয়েন্টের (৪ হাজার ৮১) হিসাবে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও রেটিং পয়েন্ট (১১৩) কম হওয়ায় তিনে আছে ভারত। বাংলাদেশের অবস্থান সাতে।
আগামী ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ অভিযান।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএইচএম