দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আসরটি।
আহমেদাবাদেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। শুধু তা-ই নয়, বিশ্বকাপের পর্দাও নামবে এই স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আয়োজক বোর্ড বিসিসিআই, আইসিসি ও বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে প্রচেষ্টার কোনো কমতি রাখা হবে না। অনুষ্ঠানে আলো ছড়াবেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। তাদের নিয়ে সেদিনই ব্রিফিং সেশনের আয়োজন করবে আইসিসি, যা 'ক্যাপ্টেনস ডে' হিসেবে পরিচিত।
উদ্বোধনী ম্যাচের আগের দিন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত থাকবে ৬ দল। দিবারাত্রির ম্যাচ খেলে পরের দিন সকালেই আহমেদাবাদে পৌঁছাতে হবে সেই দলগুলোর অধিনায়কদের।
উপমহাদেশে সবশেষ বিশ্বকাপের আসর বসেছিল ২০১১ সালে। সেবার ভারত, শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশও। আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যা এখনো চোখে লেগে আছে ক্রিকেট ভক্তদের। রিকশায় চড়ে অধিনায়কদের মাঠে যাওয়ার দৃশ্যটি উদ্বোধনী অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দিয়েছিল। তা থেকে অনুপ্রাণিত হয়ে এবারের বিশ্বকাপেও উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যের মিশেলে অনন্য কিছু দেখা যাবে বলে প্রত্যাশা। তবে অনুষ্ঠানের বিস্তারিত আপাতত গোপনই রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এএইচএস