ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের আগেই শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলেন মাদুশাঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এশিয়া কাপের আগেই শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলেন মাদুশাঙ্কা

এশিয়া কাপ শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে। দলটির পেসার দিলশান মাদুশাঙ্কা ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন দল থেকে।

ঊরুর চোটে পড়ায় শঙ্কায় আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাছাড়া নিশ্চিত নয় লাহিরু কুমারাও।  

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাদুশাঙ্কা গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান। যে কারণে এশিয়া কাপে তো তার খেলা হবেই না, অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি ফিট হতে পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা দলের মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা।

অন্যদিকে সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত ২৬ বছর বয়সী লাহিরু কুমারা। তার চোট অতটা গুরুতর না হলেও ধারণা করা হচ্ছে যে তিনি এশিয়া কাপে খেলতে পারবেন না। তাই একসঙ্গে তিন পেসারকে হারানোর শঙ্কায় শ্রীলঙ্কা।

তাছাড়া এই সময়ে শ্রীলঙ্কার সেরা অল-রাউন্ডার হাসারাঙ্গা ডিসিলভাকেও সম্ভবত পাওয়া যাবে না। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।