ভারত-পাকিস্তান মহারণ মানেই ক্রিকেট দুনিয়ায় ভিন্ন আমেজ। তবে সাম্প্রতিক সময়ে দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না টুর্নামেন্টগুলোর বাইরে।
শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে হওয়া এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করবে ভারত। টস হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি হলেও সেটি ভারি নয়। টস হয়েছে নির্ধারিত সময়েই।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের হিসাবে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর এশিয়া কাপ ও দুইবার বিশ্বকাপে দেখা হলেও সবই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই।
ম্যাচটির জন্য একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। নেপালের বিপক্ষে বড় জয়ের ম্যাচের একাদশটি এ ম্যাচেও রেখেছে তারা। আরেকদিকে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। শ্রেয়াস আয়ার ও জাসপ্রিত বুমরাহ ফিরেছেন ওয়ানডে একাদশে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ সময় : ১৫০২ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি