অভিনেতা হওয়ার পাশাপাশি ক্রিকেটপ্রেমী হিসেবেও বেশ পরিচিত অমিতাভ বচ্চন। ভারতীয় দলকে প্রতিনিয়ত সমর্থন করে যান তিনি।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপে। গোল্ডেন টিকিট পাওয়ায় আসরের প্রতিটি ম্যাচ বিনামূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে দেখতে পারবেন অমিতাভ। সিনেমাজগত থেকে গোল্ডেন টিকিট পাওয়া একমাত্র অভিনেতা তিনি। এছাড়া অন্যান্য ক্ষেত্রের বিভিন্ন আইকনরাও বিসিসিআইয়ের পক্ষ থেকে গোল্ডেন টিকিট পেতে পারেন।
আজ এক টুইট বার্তায় বিসিসিআই লেখে, ‘আমাদের গোল্ডেন আইকনের জন্য গোল্ডেন টিকিট। বিসিসিআই সচিব জয় শাহ আমাদের এই গোল্ডেন টিকিট সহস্রাব্দের সুপারস্টার শ্রী অমিতাভ বচ্চনের হাতে তুলে দিচ্ছেন। উনি একজন কিংবদন্তি অভিনেতা হওয়ার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতিও যথেষ্ট উৎসাহী। টিম ইন্ডিয়ার জন্য অমিতাভ বচ্চনের এই সাপোর্ট আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। উনি যে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসবেন, সেটা ভেবেই আমরা যথেষ্ট রোমাঞ্চিত হচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এএইচএস
Golden ticket for our golden icons!
— BCCI (@BCCI) September 5, 2023
BCCI Honorary Secretary @JayShah had the privilege of presenting our golden ticket to none other than the "Superstar of the Millennium," Shri @SrBachchan.
A legendary actor and a devoted cricket enthusiast, Shri Bachchan's unwavering support… pic.twitter.com/CKqKTsQG2F