ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লাহোরে ফ্লাডলাইট জটিলতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
লাহোরে ফ্লাডলাইট জটিলতা

বাংলাদেশ দিয়েছে অল্প রানের লক্ষ্য। সেটি তাড়া করতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান।

কিন্তু এর মধ্যে হঠাৎ শুরু হয় ফ্লাডলাইট জটিলতা। তাতে আপাতত বন্ধ হয়ে গেছে ম্যাচও।  

শুরুতে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকালেও ইনিংস লম্বা করতে পারেননি। বাকি ব্যাটাররাও একদমই ভালো করতে পারেননি।  

ফ্ল্যাট পিচে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। প্রথম পাঁচ ওভারে তারা নেয় কেবল ১৫ রান। মাঝখানে অবশ্য শরিফুল ইসলামের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ফেলেন শরিফুল ইসলাম।  

এরপর স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলোর একটি বন্ধ হয়ে যায়। মোবাইলের টর্চ লাইট জালান সমর্থকরা। আম্পায়ারের কাছে আলো নিয়ে অসন্তোষ জানান ইমাম উল হক ও ফাখার। প্রায় বিশ মিনিট বন্ধ থাকে খেলা।

বাংলাদেশ সময় : ১৯৩৫ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।