ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে অভিজ্ঞ ফন ডার মারওয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে অভিজ্ঞ ফন ডার মারওয়ে

বাছাইপর্বে রানার্সআপ হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। সেই টুর্নামেন্টে অবশ্য খেলেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার রুলফ ফন ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান।

তবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নিলেন তারা।

স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বাছাইপর্বের মতো বিশ্বকাপের মূল আসরেও দলে জায়গা হয়নি পেসার ফ্রেড ক্লাসেনের। এছাড়া বিশ্বকাপের টিকিট পাননি টিম প্রিঙ্গল ও টম কুপারও। দলে আছেন অনভিষিক্ত সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার এবার ওয়ানডে বিশ্বকাপ মাতানোর অপেক্ষায়।  

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এর পরের দিনই অবশ্য মাঠে নামবে নেদারল্যান্ডস। হায়দরাবাদে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।  

নেদারল্যান্ডেসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক ও'ডাউড, বাস ডি লিডি, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ফন মেকেরেন, কলিন অ্যাকারম্যান,রুলফ ফন ডার মারওয়ে, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।