ইনিংসের প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারি সোজা আঘাত হানে পাথুম নিসাঙ্কার প্যাডে।
শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সতর্ক শুরু করেছিলেন দুই ওপেনার নিসাঙ্কা ও করুনারত্নে। দারুণ বোলিং করতে থাকা বাংলাদেশি পেসারদের ভালোই সামলাচ্ছিলেন তারা। করুনারত্নে অবশ্য কিছুটা আগ্রাসী ছিলেন। কিন্তু ১৭ বলে ৩ চারে ব্যক্তিগত ১৮ রানেই ফিরতে হলো তাকে। ব্যাক অফ লেংথে করা হাসানের দুর্দান্ত ডেলিভারিটি তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। করুনারত্নের সাজঘরে ফেরায় তাই ব্যাটিংয়ে নামতে হয় কুশল মেন্ডিসকে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
এএইচএস