ফর্মে না থাকায় পড়েছিলেন সমালোচনার মুখে। অবশেষে ডেভিড ওয়ার্নার পেলেন বড় রানের দেখা।
ব্লমফন্টেইনে আজ দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করতে থাকে সফরকারীরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৩০তম ওভারে তাবরাইজ শামসির বাজে ডেলিভারিকে মিড উইকেটে বাউন্ডারির পথ দেখিয়ে ৮৫ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।
যদিও সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি। আন্দিলো ফেলুকায়োর বলে বোল্ড হওয়ার আগে ৯৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।
সব ফরম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে এটি ওয়ার্নারের ৪৬তম সেঞ্চুরি। ছাড়িয়ে যান ৪৫টি সেঞ্চুরি করা ভারতীয় কিংবদন্তি শচীনকে। আরেকটি জায়গায় অবশ্য শচীনকে ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সমান পাঁচটি করে সেঞ্চুরি আছে শচীনেরও। প্রোটিয়াদের এর চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। চারটি সেঞ্চুরি করে শচীন-ওয়ার্নারে ঠিক পরেই আছেন বিরাট কোহলি।
এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের পর সেঞ্চুরির পথে আছেন আগের ম্যাচের নায়ক মার্নাস লাবুশেন। ৯১ রানে অপরাজিত আছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এএইচএস