ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপ সামলানোর চেষ্টায় হৃদয়-মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
চাপ সামলানোর চেষ্টায় হৃদয়-মুশফিক

উদ্বোধনী জুটিতে ভালো শুরুর পরও পথ হারায় বাংলাদেশ। অল্প রানের ব্যবধানে দ্রুতই হারিয়ে ফেলে ৪ উইকেট।

সেই চাপ সামাল দেওয়ার চেষ্টায় রয়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২  রান। মুশফিক ও হৃদয় দুজনেই ১৭ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ দারুণভাবে কাটিয়ে দেন প্রথম পাওয়ার প্লে। কিন্তু এরপরই ঘটলো বিপদ। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার পরপর দুই ওভারে সাজঘরে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার।   ১১তম ওভারে শানাকার প্রথম বলে দুশান হেমন্থর হাতে ক্যাচ দেন মিরাজ। ফলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। ফেরার আগে ২৯ বলে ৪ চারে ২৮ রান করে মিরাজ। পরের ওভারে এসে নাঈমকে তুলে নেন শানাকা। লাফিয়ে ওঠা বলে ভ্যাবাচ্যাকা খেয়ে উইকেটরক্ষকে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন নাঈম। ৪৬ বলে ১ চারে ২১ রান করেন বাঁহাতি এই ওপেনার।

মিরাজ ও নাঈমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসানও নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফলে ৮৩ রানেই চার ব্যাটারকে হারাতে হয়। মাথিশা পাথিরানার বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। ৭ বলে ৩ রান করে ফেরেন তিনি। অন্যদিকে ২৪ বলে ১৫ রান করেন লিটন। দুনিথ ভেলালাগের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন লঙ্কান উইকেটরক্ষক।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।