ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রিজার্ভ ডে’তে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
রিজার্ভ ডে’তে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

ভারতের ইনিংসের অর্ধেকটাও পূর্ণ হলো না। তার আগেই ঝুম বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা।

মাঝে কয়েকবার থামলেও খেলা ফের শুরু হওয়ার মতো অবস্থা আর ফেরেনি। তবে সমর্থকদের খুব বেশি হতাশ হওয়ার সুযোগ নেই। কারণ ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য রিজার্ভ ডে আছে।

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারতীয় দল। শুরুতে পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর নিয়ন্ত্রিত বোলিং সামলাতে বেশ বেগ পেতে হয়েছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলতে শুরু করেন শুভমান। বিশেষ করে শাহিন শাহর ওপর চড়াও হন এই ভারতীয় ওপেনার। তবে অন্যপ্রান্তে খোলসে ঢুকে পড়েন রোহিত। ভারতীয় অধিনায়ক দুই পেসারকে সামলাতে বেশ হিমশিম খেয়েছেন। শুভমান স্বভাবজাত আগ্রাসী ব্যাটিংয়ে ৩৭ বলের মোকাবিলায় ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ওপেনার।  

অন্যদিকে সেট হতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন রোহিতও। ১৩তম ওভারে পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন তিনি। শাদাবের পরের ওভারে ফের স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন রোহিত। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তুলে নেন ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে ফিফটি।  

কিন্তু এরপরই পথ হারান তিনি। শাদাবকে ছক্কা হাঁকাতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ধরা পড়েন এই ওপেনার। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন তিনি। রোহিতের মতো গিলও ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেনি। শাহিনের অফ কাটারের ফাঁদে পড়ে আগা সালমানের হাতে ক্যাচ দেন তিনি। এর আগে ৫২ বলে ১০ চারে ৫৮ রান জমা করেন ডানহাতি এই ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন ইনজুরি কাটিয়ে ফেরা লোকেশ রাহুল ও অভিজ্ঞ বিরাট কোহলি। কিন্তু দুজনের জুটি জমে ওঠার আগেই ২৪তম ওভার চলার সময় ঝুম বৃষ্টি নামে কলম্বোর আকাশ ভেঙে। পুরো মাঠ ঢেকে দেওয়া হয় কভার দিয়ে। মাঝে কয়েকবার বৃষ্টি থামলে আশা জাগে দর্শকদের মনে। কিন্তু বেরসিক বৃষ্টি বার বার সেই আশায় জল ঢেলে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টার দিকে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।  

এবারের এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে আগামীকাল ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। খেলা হবে ৫০ ওভারের। ভারত শুরু করবে আজকের ২৪.১ ওভার থেকেই। খেলা বন্ধ হওয়ার আগে রাহুল ১৭ ও কোহলি ৮ রানে অপরাজিত ছিলেন। আগামীকাল এখান থেকেই শুরু করবেন তারা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।