ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির আগে ইমাম-বাবরকে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
বৃষ্টির আগে ইমাম-বাবরকে হারালো পাকিস্তান

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড সংগ্রহ দাঁড়িয়েছে ভারত। ৩৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করেনি পাকিস্তান।

ভারতের দুর্দান্ত বোলিংয়ের কাছে ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমকে হারিয়ে চাপে আছে তারা। ইনিংসের ১১ ওভার শেষে হানা দেয় বৃষ্টি। যে কারণে বন্ধ আছে খেলা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির আগপর্যন্ত পাকিস্তানের ২ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে পাকিস্তান। জয় থেকে ৩১৩ রান দূরে আছে তারা। মোহাম্মদ রিজওয়ান ১ ও ফখর জামান অপরাজিত আছেন ১৪ রানে।

এর আগে সুপার ফোরের ম্যাচে গতকাল মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে খেলা গড়ায় মাত্র ২৪.১ ওভার। রিজার্ভ ডে থাকায় আজ আবারও সেখান থেকে শুরু হয় খেলা। আগের দিন অবিচ্ছিন্ন থাকা রাহুল-কোহলি অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া রাহুল ১০৬ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ১১১ রান। অন্যদিকে ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। ৪৭তম সেঞ্চুরির দিনে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

জবাব দিতে নেমে পঞ্চম ওভারেই ইমামকে হারায় পাকিস্তান। জাসপ্রিত বুমরাহ বলে স্লিপে শুবমান গিলের হাতে ক্যাচ দেন ৯ রান করা ইমাম। ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি। তার পরিবর্তে উইকেটে আসা বাবর ফেরেন ব্যক্তিগত ১০ রানেই। নিজের প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন হার্দিক পান্ডিয়া। দুই উইকেট তুলে নিলেও নিজেদের রিভিউ দুটো নষ্ট করে ফেলেছে ভারত।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।