ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে জাকির-দীপুর ব্যাটে রান, খালেদের ৪ উইকেট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
চট্টগ্রামে জাকির-দীপুর ব্যাটে রান,  খালেদের ৪ উইকেট ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সিরিজ কড়া নাড়ছে দরজায়। এশিয়া কাপ ব্যর্থতার কারণে এই সিরিজের স্কোয়াডে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার আভাস মিলেছে।

কিউইদের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেতে পারেন, এমন অনেক ক্রিকেটারই খেলছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি হচ্ছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্সের সঙ্গে সাইফ হাসানদের এশিয়ান গেমসের স্কোয়াডের।  

এ ম্যাচে রানের দেখা পেয়েছেন উদ্বোধনী ব্যাটার জাকির হাসান ও কিছুদিন আগে টেস্ট দলে সুযোগ পাওয়া শাহাদাৎ হোসেন দীপু। বল হাতে বাংলাদেশ টাইগার্সের হয়ে আলো ছড়িয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। শুরুতে ব্যাট করে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করে এশিয়ান গেমস স্কোয়াড।

দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে আসা জাকির ৯৪ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৪ বল খেলে ৮৪ রান করেছেন। এছাড়া শাহাদাৎ হোসেন দীপু তার সঙ্গে ১২৯ রানের বড় জুটি গড়েন।  ৬ চারে ৯০ বলে ৮৪ রান করেন দীপু। দলটির হয়ে ব্যাট করেন মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি করেন ৬ রান।

শেষদিকে নেমে ইয়াসির রাব্বির ব্যাট থেকে ১১ বলে ২২ রানের ইনিংস খেলেন। টাইগার্সের হয়ে বল হাতে ৯ ওভারে ৫৭ রান খরচ করে ৪ উইকেট পেয়েছেন।   ৪ ওভার বল করে সৌম্য সরকার দেন ৩১ রান।  

এ ম্যাচে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে জায়গা না পাওয়ার পর তার ক্যারিয়ারের ইতি দেখছিলেন অনেকে। তবে এখন আবারও নিউজিল্যান্ড সিরিজের বিবেচনায় এসেছেন তিনি। এর প্রস্তুতি হিসেবেই খেলছেন এই ম্যাচটিতে।  

বাংলাদেশ সময় : ১৪৫৯ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।