ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এক ম্যাচ হাতে থাকতেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর তাতে ছিটকে গেছে বাংলাদেশ।

তাই সুপার ফোরে পাকিস্তান-শ্রীলঙ্কার আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত সেমিফাইনাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ৪৫ ওভারে। ভারতের বিপক্ষে হারের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনে চমকে দিয়েছে পাকিস্তান। শুরুতে ফখর জামান একাদশে না থাকলেও টসের সময় আবারও একাদশে পরিবর্তন এনেছে তারা। পিঠের ইনজুরিতে পড়া ইমাম-উল-হকের জায়গায় খেলবেন ফখর।  

ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে পেসার নাসিম শাহের। আরেক পেসার হারিস রউফও ইনজুরিতে ভুগছেন। এছাড়া বাদ পড়েছেন আগা সালমান ও ফাহিম আশরাফ। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও অভিষিক্ত জামান খান।  

অন্যদিকে লঙ্কান একাদশে পরিবর্তন এসেছে দুটি। কসুন রাজিথার জায়গায় প্রমোদ মাদুশান ও দিমুথ করুনারত্নের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আব্দুল্লাহ শফিক, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, জামান খান।  

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।