সেঞ্চুরিয়নের অস্ট্রেলিয়ার ওপর দিয়ে একপ্রকার ঝড়ই বইয়ে দিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে দাঁড় করায় ৪১৬ রানের সংগ্রহ।
রান বন্যার ম্যাচে আজ দানবীয় এক ইনিংস খেলেন হাইনরিখ ক্লাসেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৮৩ বলে সমান ১৩টি চার ও ছক্কায় ক্যারিয়ারসেরা ১৭৪ রান করেন ডানহাতি এ ব্যাটার। মাত্র ৫৭ বলে দেখা পান ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির। পাঁচ নম্বরে নেমে এটাই কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। এর আগের রেকর্ডটি ছিল ১৭৩ রান করা যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।
ক্লাসেনের দিনে ব্যাট হাতে কচুকাটা করেছেন ডেভিড মিলারও। ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮২ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। পঞ্চম উইকেটে ক্লাসেনের সঙ্গে গড়েন ২২২ রানের জুটি। এছাড়া রাসি ফন ডার ডুসেনের ব্যাট থেকে আসে ৬২ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জশ হ্যাজেলউড।
তবে লজ্জার রেকর্ডে নাম লেখিয়েছেন অ্যাডাম জ্যাম্পা। ডানহাতি এই লেগ স্পিনার ১০ ওভার বোলিং করে কোনো উইকেট ছাড়াই খরচ করেন ১১৩ রান। যার ফলে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন যৌথভাবে তার দখলে। ১৭ বছর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১১৩ রান দিয়েছিলেন সাবেক অজি পেসার মাইক লুইস।
জোহানেসবার্গে অনুষ্ঠিত 'কাল্ট ক্লাসিক' ম্যাচটি ক্রিকেট ভক্তদের ভোলার কথা নয়। কেননা আগে ব্যাট করতে নেমে সেদিন ৪ উইকেটে ৪৩৪ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে হার্শেল গিবসের সেঞ্চুরিতে ১ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এএইচএস