দাভিদ মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে কোনোমতে ২০০ ছাড়ানোর পর থামে নিউজিল্যান্ড।
গতকাল লর্ডসে সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে ১০০ রানে জিতেছে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে মালানের ১১৪ বলে ১২৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক জস বাটলার। আর কেউ ৩০-এর ঘরে পৌঁছাতে পারেননি।
জবাবে ৩৮.২ ওভারে ২১১ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে কিউইরা। সর্বোচ্চ ৬১ রান করেছেন রাচিন রবীন্দ্র। এছাড়া হেনরি নিকোলস দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল ওপেনার উইল ইয়ং (২৪) ও গ্লেন ফিলিপস (২৫)। বল হাতে ইংল্যান্ডের অফ-স্পিনার মঈন আলী ৫০ রানে ৪ উইকেট তুলে নেন।
এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
আগামী সপ্তাহে ভিন্ন একটি দল নিয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংলিশরা। ওয়ানডে সিরিজটি হবে তিন ম্যাচের। বুধবার হেডিংলিতে হবে সিরিজের প্রথম ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৯ (মালান ১২৭, বাটলার ৩৬; রবীন্দ্র ৬০/৪, হেনরি ৬৯/২, মিচেল ৪০/২)
নিউজিল্যান্ড: ৩৮.২ ওভারে ২১১/১০ (রবীন্দ্র ৬১, নিকোলস ৪১; মঈন ৫০/৪)
ফলাফল: ইংল্যান্ড ১০০ রানে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: মালান (ইংল্যান্ড)
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমএইচএম