ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে টাইগাররা ফাইল ছবি

পুরো টুর্নামেন্টজুড়েই ছিল হতাশা। শেষ ম্যাচে এসে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে।

ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা।  

এশিয়া কাপে বেশ বড় আশা নিয়ে খেলতে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে। পরে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত হয়। কিন্তু এই পর্বের প্রথম দুই ম্যাচেই হেরে যায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। তবে এই ম্যাচেই ভারতের বিপক্ষে ৬ রানে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে ৮০ রানের সঙ্গে বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব আল হাসান।

এশিয়া কাপ থেকে ফিরে অবশ্য বিশ্রামের খুব বেশি সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রাখবে কিউইরা। তাদের বিপক্ষে ২১, ২৩ ও ২৬ সেপ্টম্বর মিরপুরে হবে ম্যাচগুলো। এরপর ২৭ সেপ্টম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাকিবরা।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।