ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ওভারেই সিরাজের ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এক ওভারেই সিরাজের ৪ উইকেট

অসাধারণ, অবিশ্বাস্য, অভূতপর্ব! এমন কিছুই করে দেখালেন মোহাম্মদ সিরাজ।  স্রেফ এক ওভারেই ভেঙে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড।

সেটাও এশিয়া কাপের ফাইনালের মঞ্চে। ৮ রানে ১ উইকেট থেকে কেবল চার রান যোগ করে লঙ্কানরা। এর মধ্যেই আরও চার উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের চতুর্থ ওভারে একে একে পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও  ধনঞ্জয়া ডি সিলভাকে শিকার করেন সিরাজ। তার দুর্দান্ত ওভারে ম্যাচের নাটাই এখন ভারতের হাতে।

এই  প্রতিবেদন লেখা পর্যন্ত  ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২ রান করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে  টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই।  জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন  ওপেনার কুশল পেরেরা।

এরপর কেবল সিরাজের দাপট। কোনো রান ছাড়াই নিজের প্রথম ওভার শেষ করেন এই পেসার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেয়ে যান উইকেটের দেখা। তার লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন নিসাঙ্কা (২)। পরের বল ডট দিলেও তৃতীয় বলে নতুন আসা ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। চতুর্থ বলে আসালাঙ্কাকে (০) ফিরিয়ে জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও হ্যাটট্রিকের পরিবর্তে সেই বলে চার হজম করতে হয়েছে ডানহাতি এই পেসারকে। কিন্তু শেষ বলে তুলে নেন আরও এক উইকেট।   দুর্দান্ত এক আউটসুইঙ্গারে খোঁচা মেরে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দেন ধনঞ্জয়া (৪)। বল বাই বল ডাটা অনুযায়ী প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভার চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।