ভুলে যাওয়ার রোগটা রোহিত শর্মার পুরোনো। কখনো মোবাইল আনতে ভুলে যান, কখনো বা একাদশে কারা খেলছেন সেটাও মনে করতে পারেন না।
শ্রীলঙ্কার অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতার ফাইনালে ১০ উইকেটে জিতেছে ভারত। পাঁচ বছর পর ঘরে তুলেছে এশিয়া কাপের শিরোপা। টুর্নামেন্ট শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় দল। একে একে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উঠে পড়েছিলেন টিম বাসে।
ভারতীয় দলের টিম বাস কলম্বোর হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই হোটেল কর্মী ছুটে এসে বলেন- নিজের পাসপোর্টই হোটেলের ঘরে ভুলে ফেলে রেখে এসেছেন ভারত অধিনায়ক। এ কথা শুনে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ রোহিতকে বলেন, রুমে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে। তারা অপেক্ষা করবেন।
রোহিতের এই ভুলে যাওয়ার রোগ নতুন নয়। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জিনিস হোটেলে বা ড্রেসিংরুমে ফেলে চলে যান।
কখনও হেডফোন, কখনও বা মোবাইল। সতীর্থ বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে রোহিতের এই ভুলে যাওয়ার কথা জানিয়েছিলেন। আগেও একবার নাকি নিজের পাসপোর্ট নিতে ভুলে গিয়েছিলেন রোহিত। সেবারও শেষ সময়ে পাসপোর্টের জন্য দৌড়াতে হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এএইচএস
Mumbai Bound players left Team Hotel in Colombo a while ago . #AsiaCup2023 #AsiaCup pic.twitter.com/4RX6uQMbLu
— Ankan Kar (@AnkanKar) September 17, 2023