ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন আর্চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
বিশ্বকাপে ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন আর্চার

গত বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম অবদান রেখেছিলে তিনি। কিন্তু এবার বাধ সাধল ইনজুরি।

তাই আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবেন না জফরা আর্চার। তবে না খেললেও দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন ডানহাতি এই পেসার।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে দলের সঙ্গেই অনুশীলন করছেন আর্চার। গত নিউজিল্যান্ড সিরিজে অনুশীলনে দেখা গেছে তাকে। এবার থাকবেন বিশ্বকাপেও। ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন, ‘জফরা আর্চার ভারতে দলের সঙ্গে যাবে। সে রিজার্ভ খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে। ’

সাধারণত মূল দলের কোনো ক্রিকেটার চোটে পড়লে বা অন্য কোনো কারণে ছিটকে গেলে রিজার্ভ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়। লুক রাইট আরও বলেন, ‘সে দ্রুতই সেরে উঠবে না, বিশেষ করে বিশ্বকাপের প্রথম অংশে। তাকে নিয়ে আমাদের দায়িত্ব আছে। দীর্ঘ মেয়াদে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। কারণ, আমরা তাকে দীর্ঘ মেয়াদে বড় একটি সম্পদ বলে মনে করি। বিশ্বকাপের শুরুতে তাকে ফেরানোর যত ইচ্ছাই থাকুক না কেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাতে সময় নেই। ’ 

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।