ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত, বললেন ‘সব হারই সমান’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত, বললেন ‘সব হারই সমান’

বিশ্বকাপ খেলার রোমাঞ্চ নাজমুল হোসেন শান্ত পেয়েছেন প্রথমবারের মতো। তাতেও আছে বাড়তি পাওয়া।

তিনি খেলতে যাচ্ছেন দলের সহ-অধিনায়ক হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে পথচলা শুরুর দিনেই এমন খুশির খবর পেয়েছেন শান্ত। সমালোচনার লম্বা পথ পাড়ি দিয়ে আসা এই ব্যাটারের ভালোই জানা সবকিছু।  

বছরখানেক আগেও তাকে সইতে হয়েছে নানা ধরনের হাস্যরস। এখন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তো বটেই, এখন তিনি গুরত্বপূর্ণ অংশও। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও বাকি সব ব্যাটারের ব্যর্থতার দিনে ৮৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ তিন ইনিংসেই হাফ সেঞ্চুরি রয়েছে তার।

এমন দারুণ ধারাবাহিকতার মধ্যে সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এটা অনেক গর্বের ব্যাপার। এমনকি আমার পরিবারের সদস্যরাও (গর্বিত) কালকেও এই কথা বলেছি। অবশ্যই অনেক গর্বের ব্যাপার উপভোগ করবো পুরো পরিস্থিতিটা। যদি...যদি বলতে ওই মুহূর্তগুলো। ’ 

অধিনায়কত্বে অভিষেকের দিনে ব্যাট হাতে দারুণ সময়ই কাটিয়েছেন শান্ত। তবে নিজে ৭৬ রান করলেও দল অলআউট হয়ে গেছে স্রেফ ১৭১ রানে। ম্যাচও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অধিায়কত্বের অভিজ্ঞতা কেমন ছিল শান্তর? তিনি বলছেন ব্যক্তিগতভাবে রোমাঞ্চ থাকলেও হতাশ হয়েছেন দলের হারে।

শান্ত বলেন, ‘ফলাফলের দিক থেকে আনন্দ পাইনি। কিন্তু আগের দিন থেকেই অনেক রোমাঞ্চিত ছিলাম। মাঠেও উপভোগ করেছি ব্যাটিং। এমনকি শুরুর দিকে বোলাররা ভালো বল করছিল, সেটাও উপভোগ করেছি। ফল ভালো হয়নি, আশা করি সামনে সুযোগ আসলে আস্তে আস্তে ফল আসা শুরু করবে। ’

বিশ্বকাপের ঠিক আগের নিউজিল্যান্ড সিরিজটি একদম ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর পরের দুটিতেই স্বাগতিকরা হেরেছে বড় ব্যবধানে। তাতে ১৫ বছর পর দেশের মাটিতে কিউেইদের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। হারের ব্যবধান বড় থাকা নিয়ে অবশ্য বাড়তি হতাশা নেই শান্তর।  

তিনি বলেন, ‘আমরাও সেরা দল খেলিনি প্রথম কথা। আর হারা তো হারাই, এক রানে হারও হারা, একশ রানে হারও হার। ম্যাচ হেরেছি এটা হতাশার। এখান থেকে আমরা কী শিখলাম এই অভিজ্ঞতা নিয়ে যদি বিশ্বকাপে যেতে পারি তাহলে এটা কাজে দেবে। এখানে এরকম কিছু নাই যে আমরা অনেক রানে হেরেছি অনেক কিছু হয়ে গেছে। মেটার করে না। হারা তো হারাই। ’ 

বাংলাদেশ সময় : ২২৫০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।