ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অস্ট্রেলিয়ার জন্য এই বিশ্বকাপ জয় ২০১৫ বিশ্বকাপের চেয়ে বড়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
‘অস্ট্রেলিয়ার জন্য এই বিশ্বকাপ জয় ২০১৫ বিশ্বকাপের চেয়ে বড়’

প্রথম দুই ম্যাচে হার। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার এমন বাজে শুরু শেষ কবে হয়েছিল তা মনে করতে পারছিলেন না অনেকেই।

অথচ সেই অস্ট্রেলিয়াই এখন বিশ্বচ্যাম্পিয়ন। এই পথে তারা জিতেছে টানা ৯ ম্যাচ, অবিশ্বাস্য সব ঘটনার সাক্ষীও হয়েছে তারা।  

গত তিন আসরে বিশ্বকাপের শিরোপা গিয়েছে স্বাগতিক দেশের ঘরে। এবারের আসরেও শিরোপার দুয়ারে দাঁড়িয়েছিল স্বাগতিক দল। কিন্তু ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। তাও লাখেরও বেশি স্বাগতিক দর্শকের সামনে। তাই এবারের বিশ্বকাপ জশ হ্যাজেলউডের কাছে ২০১৫ বিশ্বকাপের চেয়ে বড়। তিনি সঙ্গী ছিলেন ওই দলেরও।

অজি পেসার বলেন, ‘আমি মনে করি ২০১৫ বিশ্বকাপ জয়ের থেকে এটা বড়। ভারতীয় সমর্থকরা সেরা। এতো দর্শকের সামনে আজ রাতে আমরা নিজেদের সেরাটা ঢেলে দিয়েছি, যখন এটির খুব দরকার ছিল। ’

ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারানোর পেছনে ডেভিড ওয়ার্নার কৃতিত্ব দেন বোলারদের, ‘আমাদের বোলাররা ছিল অসাধারণ। প্রথম বল থেকেই ম্যাচের টোন সেট করে দিয়েছে তারা। ফিল্ডিং তাতে আবারও সহায়তা করেছে। ড্রেসিংরুমে কিছুটা স্নায়ুচাপ ভর করেছিল বটে, তবে দুর্দান্ত জুটি গড়েছে হেড ও লাবুশেন। ’

জয়সূচক শটটি এসেছিল গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। অথচ তিনি ধরেই নিয়েছিলেন ব্যাটিংয়ে নামতে হবে না। ম্যাক্সওয়েল বলেন, ‘দারুণ অনুভূতি। ভেবেছিলাম যে ব্যাটিংয়ে নামিতে হবে না, কিন্ত হেড আউট হয়ে গেল। তবে কী দুর্দান্ত জয়!’

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০২৩
এএইচএস/এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।