ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আবারও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল

বিশ্বকাপ শুরুর আগে দেশের ক্রিকেটে নানা নাটকীয়তা তৈরি হয়। তামিম ইকবাল শেষ মুহূর্তে এসে স্কোয়াডে জায়গা পাননি।

সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি নাফিস ইকবালের। এ নিয়ে পরে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়।

বিশ্বকাপ ভরাডুবির পর ম্যানেজার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল, বাংলানিউজকে তিনি নিজেই নিশ্চিত করেছেন খবরটি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত এই অবধিই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

ঘরের মাঠের সিরিজটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও।

কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না সেটা নিশ্চিত করা হয়নি তাকে।  

বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু লম্বা বিশ্বকাপের ক্লান্তি কাটাতে সফরকারীদের অনুরোধে সেটা বাতিল করেছে বিসিবি।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।