এতো কাছে, তবু কত দূরে। শিরোপার দুয়ারে এসেও, তাতে হাত দেওয়ার সুযোগ পায়নি ভারত।
ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করেছেন মোদি। ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির পিঠ চাপড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা ১০ ম্যাচ জিতে এসেছেন। এমনটা (হার) তো হয়ই। হাসুন ভাই, দেশ আপনাদের দেখছে। আমি ভাবলাম, সবার সঙ্গে দেখা করি। ’ জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রোহিত-কোহলি।
এরপর কোচ রাহুলের দ্রাবিড়ের সঙ্গে কুশল বিনিময় করেন মোদি। তিনি বলেন, ‘কী, রাহুল কেমন আছেন? আপনারা প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু...। ’ এরপর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট (২৪) শিকারি মোহাম্মদ শামিকে বুকে টেনে নিয়ে মোদি বলেন, ‘এবার অনেক ভালো খেলেছ। ’ মোদি এ সময় আহমেদাবাদের ছেলে জাসপ্রিত বুমরাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি গুজরাটি বলতে পারো?’ বুমরা উত্তর দেন, ‘কিছুটা। ’
বিদায় নেওয়ার সময় মোদি বলেন, ‘আপনারা ভালোই পরিশ্রম করেছেন। এমন (বিশ্বকাপের ফলাফল) হতেই পারে। একত্র থেকে একে অন্যকে অনুপ্রেরণা দিন। আর আপনারা যখনই সময় পাবেন, দিল্লিতে আসুন। আপনাদের সঙ্গে বসব। আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল আপনাদের সবার কাছে। ’
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এএইচএস