পুঁজি খুব একটা বড় ছিল না। কিন্তু তারপরও দাপুটে জয় নিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ওপেনিং জুটিতে দারুণ শুরুর পর বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তা ভাঙার পর আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। তিন বল বাকি থাকতে ২২৮ রানে গুটিয়ে যায় যুবারা। ১০২ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেছেন আশিকুর রহমান শিবলী। এছাড়া ৪২ রান আসে আরেক ওপেনার মাহফুজুল আলমের ব্যাট থেকে। ৬ উইকেট শিকার আমিরাতের ধ্রুব পারাশারের।
জবাব দিতে নেমে মাহফুজুর রহমান রাব্বী ও পারভেজ রহমান জীবনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানেই। সর্বোচ্চ ৩০ রান আসে নয়ে নামা হার্দিক পাইয়ের ব্যাট থেকে। অধিনায়ক মাহফুজ ও পারভেজ দুজনেরই শিকার চারটি করে উইকেট। এছাড়া একটি করে শিকার ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের।
নিজেদের পরের ম্যাচে আগামী ১১ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এএইচএস