ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

পেসারদের সঙ্গে কাজ করতে ভাষা ‘বাধা’ হচ্ছে নতুন বোলিং কোচের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
পেসারদের সঙ্গে কাজ করতে ভাষা ‘বাধা’ হচ্ছে নতুন বোলিং কোচের

সংবাদ সম্মেলনে প্রায় প্রতিটি প্রশ্ন বুঝতেই সমস্যা হলো আন্দ্রে অ্যাডামসের। বারবার তিনি সাহায্য খুঁজলেন পাশে বসা ম্যানেজার নাফিস ইকবালের কাছে।

একবার স্বীকারই করে নিলেন, ‘আমার শোনায় একটু সমস্যা আছে। ’ 

গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। ডোনাল্ডের ওই সাফল্যের উত্তরাধীকার হিসেবে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। এখন তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের দায়িত্ব তার কাঁধে।  

কোচ হওয়ার পর কী ধরনের প্রশ্ন শুনছেন পেসারদের কাছ থেকে? এমন প্রশ্ন গিয়েছিল অ্যাডামসের কাছে। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে তিনি বলেন, ‘আমার কাজ হচ্ছে তাদের (পেসারদের) উন্নতি করানো। কঠিন ব্যাপার হচ্ছে সবসময়ই খেলা থাকে। আপনাকে খেলার মধ্যেই উন্নতি করতে হবে। ভাষাগত বাধা আছে, এটা কাটাতে হবে। আমি যা দেখি আর ছেলেরা যা বোঝে; সবসময় তা একই হবে এমন নয়। ’

‘নাফিস (ইকবাল) আমাকে কিছুটা সাহায্য করছে। আমি তাদের ওপর বাড়তি কিছু চাপিয়ে না দেওয়ার ব্যাপারে সতর্ক আছি। তারা এই পর্যায় অবধি এসেছে নির্দিষ্ট কিছু কাজ করে। আমার উদ্দেশ্য হচ্ছে তারা কীভাবে কাজ করে, সেটা বুঝতে পারা। আমার কাজের অংশ হচ্ছে উন্নতি। ’

গত কয়েক বছর ধরে বেশ আশা জাগানিয়া ছিল পেসারদের পারফরম্যান্স। উন্নতির দিকে থাকা একটা দলের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্ন গিয়েছিল শুরুতে। সেটি বুঝতেও ম্যানেজার নাফিস ইকবালের সাহায্য নেন অ্যাডামস।

পরে উত্তরে তিনি বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত। আপনি যখন খালেদের কথা চিন্তা করেন, সাকিব যে ওয়ানডেতে দারুণ বল করে ইনজুরিতে পড়েছে। আমার মনে হয় তাদের মধ্যে শেখার ও ভালো করার আগ্রহ আছে। আমি যা পেয়েছি, তা নিয়ে খুশি। ’

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।