ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে খেলতে চান সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
দ্বিতীয় টেস্টে খেলতে চান সাকিব

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছে বাংলাদেশ। এই ম্যাচের মাঝেই খবর- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন সাকিব আল হাসান।

 

এর আগে লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এখন আবারও খেলার ইচ্ছের কথা বিসিবিকে জানিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নেমেছেন সাকিব। ইতোমধ্যে তিনি লাল বলে অনুশীলন শুরু করেছেন বলেও জানা গেছে।  

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।  

এই সিরিজ শুরু হওয়ার আগে একটি বড় ধাক্কা খায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজের সময় পাওয়া চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে সাকিবের ফেরা স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ শিবিরে।  

গত বছরের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন অধিনায়কও। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় সাকিব।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।