প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। যদিও সেঞ্চুরির পর ধনঞ্জয়াকে থামিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ধনঞ্জয়া। প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শুধু তা-ই নয়, গত ১০ বছরে এই প্রথম কোনো লঙ্কান ব্যাটার জোড়া সেঞ্চুরির নজির গড়লেন।
কামিন্দুর সঙ্গে ১৭৩ রানের জুটির পর ধনঞ্জয়া থামেন ১০৮ রানে। ১৭৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। জোড়া সেঞ্চুরির পথে আছেন কামিন্দুও। এই প্রতিনবেদন লেখা পর্যন্ত ৯৩ রানে অপরাজিত আছেন বাঁহাতি এই ব্যাটার। তাকে মানকাডিং করার সুযোগ এসেছিল খালেদ আহমেদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বিফলে যায় তার চেষ্টা।
৫ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে ২১১ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে কেবল একটি উইকেটই ফেলতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এএইচএস