ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার্সের ক্যাম্পকে ‘দ্বিতীয় জাতীয় দল’ মনে হচ্ছে মাহমুদুল-জাকিরদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২৪
টাইগার্সের ক্যাম্পকে ‘দ্বিতীয় জাতীয় দল’ মনে হচ্ছে মাহমুদুল-জাকিরদের

জাতীয় দলের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। এর বাইরে চলছে বিসিবির দুটি প্রোগ্রাম।

হাই পারফরম্যান্স ইউনিট ছাড়াও অনুশীলন চলছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের। টাইগার্সের বেশির ভাগই জাতীয় দলে খেলেন নিয়মিত।

টেস্ট দলে থাকা ক্রিকেটারদের প্রাধান্যই সেখানে বেশি। এই ক্যাম্পে আছেন মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থেকে দ্বিতীয় জাতীয় দলের মতো মনে হচ্ছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের।

বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এখানে আমাদের দেশের সেরা কোচ আছেন, সিনিয়র ভাইরা আছেন। আমি বলব, এটা অনেকটা দ্বিতীয় জাতীয় দল। যেমন সুবিধাদির মধ্যে আমরা কাজ করছি, জাতীয় দলের মানের মতোই হচ্ছে। ’

আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এর আগে সেপ্টেম্বরে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। টাইগার্সের ক্যাম্প না থাকলে এ সময় অনুশীলন করতে বেগ পেতে হতো ক্রিকেটারদের। কিন্তু এখন ২১ জনকে নিয়ে চলছে ক্যাম্প।

এই ক্যাম্পে থাকতে পেরে খুশি জাতীয় দলের আরেক ওপেনার জাকির হাসানও। তিনি বলেন, ‘জাতীয় দলে যেমন হাই ইনটেনসিটির অনুশীলন হয়, এখানেও হচ্ছে। আমার মনে হয়, এখানে আরও লম্বা সময় হচ্ছে। যেহেতু জাতীয় দলে যত দিন করেছি সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি। ওখানে হয়তো এমন সারা দিন করার মতো সময় থাকে না। ক্লান্তি, বিশ্রাম, ম্যাচ প্রস্তুতির ব্যাপার থাকে। এখানে যেহেতু লম্বা সময় পেয়েছি, সারা দিন করে আরও বেশি বেশি এগোতে পারব। ’

‘এরকম ক্যাম্প আমাদের জন্য খুবই জরুরি। এই যে ফাঁকা সময়টা... ফাঁকা সময় বলতে এখন তো আমাদের সামনের মৌসুম শুরু হবে, টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ হবে। যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এরকম বড় ফাঁকা সময় পেলে ছোট ছোট যে কাজ করার জায়গাগুলো আছে, কাজ করা যায়। ’

বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।