ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা পাঁচ জয়ে শীর্ষে রূপালী ব্যাংক, জিতেছে খেলাঘর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২৪
টানা পাঁচ জয়ে শীর্ষে রূপালী ব্যাংক, জিতেছে খেলাঘর

নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। এবারও তারা আছে ওই পথেই।

শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)  হারিয়ে টানা পাঁচ জয় পেয়েছে তারা। মোহামেডানকে পেছনে ফেলে উঠে এসেছে শীর্ষে, সাদা-কালোরা অবশ্য ম্যাচ একটি কম খেলেছে।  

বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার বিকেএসপিকে ৭ উইকেটে হারায় রূপালী ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করে বিকেএসপি। ওই রান তাড়া করতে নেমে ৩৯ ওভার ৫ বলে গিয়ে জয় পায় রূপালী ব্যাংক।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারই খেলে বিকেএসপি। তবে দলটি দুইশ রান ছুঁতে পারেনি। তাদের পক্ষে ৫৫ বল খেলে সর্বোচ্চ ২৯ রান করেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩৬ বলে ২৪ রান আসে নিশিতার ব্যাট থেকে। রূপালী ব্যাংকের হয়ে দুটি করে উইকেট পান পূজা চক্রবর্তী ও রাবেয়া খান।  

রান তাড়ায় নেমে রূপালী ব্যাংকের ওপেনার ফারজানা হক পিংকি শেষ অবধি অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ৮ চারে ১১৯ বলে ৮১ রান করেন তিনি। ৪৪ বলে ৩১ রান আসে ফারজানা আক্তার লিসার ব্যাটে। ২৪ বলে ২৩ রান করেন ইসমা তানজিম। বিকেএসপির পক্ষে ৫ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা।  

একই দিনে বিকেএসপির চার নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ১ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। শুরুতে ব্যাট করে স্রেফ ১১৬ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। ওই রান তাড়ায় কেবল এক উইকেট হাতে রেখে ৪৬তম ওভারে গিয়ে জয় পায় খেলাঘর।  

খাদিজাতুল কুবরার ১০ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেটে ভর করে কলাবাগানকে অল্পতেই আটকায় খেলাঘর। দুই উইকেট করে পান ববি খাতুন, শানু ও নুজহাত শাবাহ ফেরদৌসও। কলাবাগানের পক্ষে ৪১ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন তমালিকা সুমনা।  

পরে রান তাড়ায় নেমে মেহরুন নেসা জয়ার তোপের মুখে পড়ে খেলাঘর। ১০ ওভারে ৩ মেডেনসহ স্রেফ ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নেন তিনি। তবে শুরুর দিকে অধিনায়ক তাজ নাহারের ৬১ বলে ৩৮, মাসুমা খাতুনের ৬৮ বলে ২৪ রানে ভর করে ভিত পায় খেলাঘর। শেষে ১৬ বলে অপরাজিত ১৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নুজাত সাবাহ ফেরদৌস।  

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।