ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনকে নিয়ে আশা বাড়ছে, শরিফুলের সম্ভাবনা ক্ষীণ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২৪
তাসকিনকে নিয়ে আশা বাড়ছে, শরিফুলের সম্ভাবনা ক্ষীণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময়ই চোটে পড়েন তাসকিন আহমেদ। এরপর বিশ্বকাপ দলে তার থাকা নিয়েই ছিল অনিশ্চয়তা।

শেষ অবধি তাকে সহ-অধিনায়কই করে ফেলে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি এই ডানহাতি পেসার।  

৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচে তাসকিনকে পাওয়ার আশা বাড়ছে। ইতোমধ্যে তিনি শুরু করেছেন বোলিং। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফিজিও বায়েজীদুল ইসলাম।  

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল, তাকে এ কারণে ইনডোরে নিয়ে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা রয়েছে। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে তাকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি। ’

‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে। ’

তাসকিনের সঙ্গে দুশ্চিন্তা আছে আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়েও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় হাতে চোট পান তিনি। শরিফুলের হাতে পরে ছয় সেলাই দেওয়া হয়। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন বায়েজীদুল।

তিনি বলেন, ‘এ ধরনের সেলাইয়ে সাত থেকে দশ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ’

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।