ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কিপটে বোলিংয়ে উগান্ডার এনসুবুগার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
কিপটে বোলিংয়ে উগান্ডার এনসুবুগার রেকর্ড

প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই- এলেন, দেখলেন, জয় করলেন।

২৭ বছরের অপেক্ষার পর ফ্রাঙ্ক এনসুবুগার বিশ্বকাপ অধ্যায়টা শুরু হলো রেকর্ডের মধ্য দিয়ে।

উগান্ডার ক্রিকেট ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপের প্রথম খেলতে এসেই জয়ের দেখা পেল তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে। সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এনসুবুগা। ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ মেডেন দিয়ে ২ উইকেট শিকার ডানহাতি এই স্পিনার।

এবারের আসরেই রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৭ রান খরচে ৪ উইকেট নেন ডানহাতি এই পেসার। কিন্তু সেই রেকর্ড টিকে থাকল না খুব বেশিদিন।  

তাই এনসুবুগার জন্য দিনটার মাহাত্ম আরও বেড়ে গেল। আর কিছুদিন পরই ৪৪ বছরে পা দেবেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে ক্রিকেটে পা রাখেন ডানহাতি এই স্পিনার। শুধুমাত্র বিশ্বকাপ খেলার আশায় ২২ গজে কাটিয়ে ফেলেছেন ২৭ বছর।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।