ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অনেক সামনে’ তাকাতে চান না শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুন ৭, ২০২৪
‘অনেক সামনে’ তাকাতে চান না শান্ত

এখনকার সময়টা ভালো কাটছে না বাংলাদেশ। হার, চাপ, ক্রিকেটারদের অফ ফর্ম মিলিয়ে দুশ্চিন্তার জায়গা অনেক।

তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে খুব দূরে চোখ রাখতে চাইছে না বাংলাদেশ, অন্তত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভাবনা এমনই।  

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ। এরপর স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হারে তারা। পরে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার সকালে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ।
 
এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই ম্যাচ চ্যালেঞ্জিং হবে। দুইটা দলের জন্যই। কিন্তু ওইদিনে যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কিন্তু আমি একটু আগেও যেটা বললাম যে খুব বেশি চিন্তা না করে যে পরিকল্পনাটা করেছে সেটা কিভাবে আমরা এক্সকিউট করছি এবং অনেক সামনের দিকে না তাকিয়ে ওই সময়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো মতো প্রস্তুতি নিচ্ছে। আমি আশা করি, সবাই খুব ভালোভাবে পরিকল্পনা সফল করবে। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচই বাংলাদেশের জন্য বেশি কঠিন। শ্রীলঙ্কার পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে শান্তদের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যাবে এই দুই ম্যাচে। প্রথম ম্যাচে জয় কতটা গুরুত্বপূর্ণ?

শান্ত বলেন, ‘সবসময় তো দর্শকদের চাওয়া থাকে সবার আশা থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গাটা থাকবে। আমরাও চাই যে কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। ’

‘কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে, আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইমপ্লিমেন্ট করছি আমাদের পরিকল্পনা। আমাদের যে শক্তি আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কি না। আমরা যদি আমাদের শক্তিমত্তা অনুযায়ী ম্যাচটা খেলতে পারি তাহলে অবশ্যই খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারব। ’

বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৭৭ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর ম্যাচ হারে ৬ উইকেটে। প্রতিপক্ষের এমন অবস্থা কী বাংলাদেশের জন্য বড় সুযোগ?

শান্তর উত্তর, ‘আমি জানি না। কিন্তু আমরা এটা ভাবতেছি না যে ওরা কী ভাবছে বা তাদের মনে কী চলছে। আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করছি। আমরা আমাদেরকে চিন্তা করছি এবং আমাদের নিজেদের শক্তিমত্তা দিয়ে খেলতে হবে। হ্যাঁ, তারা ম্যাচে ভালো করেনি। কিন্তু আমরা চিন্তা করছি না তারা কী ভাবছে। ’

বাংলাদেশ সময় : ০৭৫৯ ঘণ্টা, ৭ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।