ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অতীত ‘ভুলে’ সামনে তাকিয়ে ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
অতীত ‘ভুলে’ সামনে তাকিয়ে ম্যাথিউস

টাইমড আউট- ক্রিকেটীয় এই টার্মটি সবার মুখে মুখে চলে আসে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এই আউটের শিকার হন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

যা প্রচুর আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যেই ক্রিজে নেমে তৈরি থাকতে হবে। ওয়ানডে বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা ছিল দুই মিনিটে। যেটি করেননি ম্যাথিউস। কারণ আছে অবশ্য। শুরুতে ভুল হেলমেট পরায় সেটি বদলাতে গিয়ে দেরি করে ফেলেছেন লঙ্কান এই ব্যাটার। তাই নাজমুল হোসেন শান্তর পরামর্শে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই আউটের রেশ এতো সহজে কাটেনি।  

বছর না ঘুরতেই আবারও বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ফরম্যাটটা অবশ্য ভিন্ন। তবে আবারও উঁকি দিচ্ছে টাইমড আউটের হাওয়া। ম্যাথিউস যদিও সেটাকে অতীত মনে করে ঝেরে ফেলেছেন 'মন থেকে'।

আইসিসি ডিজিটাল ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, 'সেসব এখন অতীত। আমরা এই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আশা করছি, আমরা আমাদের সেরাটা খেলতে পারব। '

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ নিয়ে আইসিসির বানানো সেই ভিডিওতে প্রথমে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা বলেন, 'বাংলাদেশ-শ্রীলঙ্কা, আমি খুবই রোমাঞ্চিত সেই ম্যাচ নিয়ে। ' তাসকিন আহমেদ বলেন, 'আমাদের জন্য হাইভোল্টেজ ম্যাচ, তাদের জন্যেও। ' সাকিব আল হাসান বলেন, 'মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে আগত উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে আমরা কিছু শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলেছি। '

গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা বলেন, 'বাংলাদেশের মাটিতে ভালো একটি সিরিজ কেটেছে আমাদের এবং আমরা জিতেছিও। আমরা তাদের চেয়ে এগিয়ে আছি এবং জয়ের ধারাটা ধরে রাখতে চাই। '

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এএইচএস 
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।