ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কিরটন-মোভভা জুটিতে কানাডার লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ৭, ২০২৪
কিরটন-মোভভা জুটিতে কানাডার লড়াকু সংগ্রহ

বাজে শুরুর পর পঞ্চম উইকেটে এসে দলের হাল ধরেন নিকোলাস কিরটন ও শ্রেয়াস মোভভা। ফিফটির এক রান আগে কিরটন বিদায় নিলেও মোভভা লড়েন শেষ পর্যন্ত।

আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কানাডা।

শুরুটা ভালো হয়নি কানাডার। নিয়মিত বিরতিতে উইকে হারাতে থাকে তারা। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে টেনে তোলেন কিরটন ও মোভভা। পঞ্চম উইকেটে তাড়া গড়েন ৬৩ বলে ৭৫ রানের জুটি। ১৯তম ওভারে ফিফটির ঠিক এক রান আগে ম্যাককার্থির বল ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারেন কিরটন। যেটি সহজেই তালুবন্দি করেন বালবার্নি। ৩৫ বলের ইনিংসটি ৩ চার ও ২ ছক্কায় সাজিয়ে মাঠ ছাড়েন কিরটন।

মোভভা অবশ্য টেকেন শেষ বল পর্যন্ত। ম্যাককার্থির স্লোয়ার ডেলিভারি মিড অফে শট নিয়েই দৌঁড়াতে থাকেন তিনি। দুই রানের আশায় দৌঁড়ালেও দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হতে হয় তাকে। মার্ক অ্যাডায়ার থেকে আসা বল সহজেই স্ট্যাম্পে লাগিয়ে নেন লরকান টাকার। ৩৬ বলে ৩৭ রান করেন মোভভা।  

আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ম্যাককার্থি ও ক্রেইগ ইয়ং। একটি করে উইকেট নেন অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানি।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।