ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিদিন সবাই ভালো ব্যাটিং করবে না: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৮, ২০২৪
প্রতিদিন সবাই ভালো ব্যাটিং করবে না: শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ছিল নানামুখী চাপে। পারফরম্যান্সও গিয়ে ঠেকেছিল একদম তলানিতে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা।  

যদিও এই জয়ে ছিল কিছু অস্বস্তি। ১২৫ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। একসময় ভালোভাবেই ভর করেছিল হারের শঙ্কা। ব্যাট হাতে ভালো করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ম্যাচের পর জয় পেলেও ব্যাটিং নিয়ে চিন্তার জায়গা আছে কি না জানতে চাওয়া হয়েছিল তার কাছেই।

তিনি বলেন, ‘আমার মনে হয় না যে এখানে চিন্তার খুব বেশি কারণ আছে। খুব চাপের ম্যাচ ছিল। দিনশেষে আমরা জিততে চেয়েছি। ফল যদি চিন্তা করি দুইটা পয়েন্ট আমরা পেয়েছি। সবাই জানে যে বাংলাদেশ ভালো ব্যাটিং করেনি। প্রতিদিন সবাই ভালো ব্যাটিং করবে না। ’ 

‘হৃদয় ভালো খেলেছে, রিয়াদ ভাই খেলা শেষ করেছে। লিটন অনেকদিন পর সুন্দর একটা শুরু এনে দিয়েছে। কিছু কিছু জায়গায় ভালো আছে। আমি আশা করব যে যে যেদিন সেট হবে সে খেলা শেষ করবে। আমি আশা করি না যে সাতটা ব্যাটারই ভালো খেলবে। ’ 

১২৫ রান তাড়ায় নেমে তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ৬ বলে ৩ রান করে বোল্ড হন। গত কয়েকদিনে চিন্তার জায়গা ওপেনিংয়েও ভালো শুরু আসেনি।  

এ নিয়ে শান্ত বলেন, ‘আমি একটু আগে যেটা বললাম, খেলাটা শুধুমাত্র ওপেনারদের না। এই ৭-৮ টা ব্যাটসম্যান আমরা ব্যাটিং করি। সবার দায়িত্ব। আমি যেটা চাই অধিনায়ক হিসেবে যে সেট হবে, শুরু পাবে সে যেন খেলাটা শেষ করে। আমি আশা করব পরের ম্যাচে ওপেনাররা ভালো শুরু এনে দিবে এবং খেলা শেষ করবে। আমি আশা করবো যে পরের ম্যাচে ভালো কিছু হবে। ’

রান তাড়ায় নামার আগে ব্যাটারদের কী বার্তা দেওয়া হয়েছিল প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘প্রথমত এই জয়টা বাংলাদেশ দলের যে ১৫ জন খেলোয়াড় ছিল, সঙ্গে কোচিং স্টাফ ছিল- সবাই মিলে আমরা ম্যাচটা জিতেছি। ব্যাটারদের আলাদা কোনো মেসেজ দেওয়ার ছিল না। যার যেটা স্বাভাবিক পরিকল্পনা ছিল ওইভাবে ব্যাটিং করে গিয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৩৩৯ ঘণ্টা, ৮ জুন, ২০২৪
এমএইচবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।