ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রিজওয়ান-ফখরকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২৪
রিজওয়ান-ফখরকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ভারতকে অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত হেরে ম্যাচটি হাতছাড়া করে তারা।

বোলারদের সাফল্যের দিনে ব্যাটারদের এমন বাজে অবস্থার কড়া সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম।  

গতকাল নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি বোলারদের সামনে ঠিকঠাক দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। স্রেফ ১১৯ রানে থামতে হয় তার। জবাব দিতে নেমে পাকিস্তানের অবস্থা হয় আরও নাজেহাল। ১১৩ রান পর্যন্ত তুলতে পারে তারা। হারতে হয় ৬ রানে।

শুরুর দিকে ঠান্ডা মাথায় ব্যাট চালালেও শেষের দিকে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি রিজওয়ান। বাকিদের আসা যাওয়ার মিছিলে শামিল হন তিনিও। ৩১ রান করে ফেরেন সাজঘরে। এমন অবস্থায় রিজওয়ানের বিদায় নেওয়ায় ক্ষুব্ধ ওয়াসিম আকরাম। জানান কাণ্ডজ্ঞান নেই এই ব্যাটারের।

স্টার স্পোর্টসে আলাপকালে ওয়াসিম আকরাম বলেন, ‘তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে, আমি তাদের শেখাতে পারি না। রিজওয়ানের ম্যাচ সচেতনতা নেই। তার জানা উচিত ছিল যে বুমরাহকে উইকেট নেওয়ার জন্য বল দেওয়া হয়েছিল এবং বুদ্ধিমানের কাজ হলো, তার ডেলিভারিগুলো সাবধানতার সঙ্গে খেলা। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে উইকেট হারায়। ’

রিজওয়ান বিদায় নিলে ইফতিখার আহমেদ চেষ্টা চালিয়ে যান। কিন্তু ব্যর্থ হন তিনিও। তাইতো সমালোচনায় ইফতিখারকেও রেখেছেন ওয়াসিম। তিনি বলেন, ‘ইফতিখার আহমেদ লেগ সাইডে একটা শটই খেলতে জানে। সে বছরের পর বছর ধরে দলের অংশ, কিন্তু কীভাবে ব্যাট করতে হয় তা জানে না। ’

ফখর জামানকে নিয়েও কথা বলেন ওয়াসিম। তিনি জানান, ‘আমি গিয়ে ফখার জামানকে ম্যাচ সচেতনতার কথা বলতে পারব না। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন, তারা ভালো পারফর্ম করতে না পারলে কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচ ধরে রেখে পুরো দলে পরিবর্তন আনার। ’

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।