ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ও আফগানিস্তানকে সমপর্যায়ের দল মনে করেন রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বাংলাদেশ ও আফগানিস্তানকে সমপর্যায়ের দল মনে করেন রশিদ

২০১৪ সালে প্রথমবার খেলা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। দশ বছর পর এবার সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান ক্রিকেট দল।

অথচ ২০০৭ থেকে বিশ্বকাপ খেলা শুরু করলেও সেমিফাইনালের মুখ দেখেনি বাংলাদেশ। আজ সুপার এইটে আফগানদের বিপক্ষে হেরেই সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। যদিও আফগান অধিনায়ক রশিদ খান দুর্বল দল ভাবছেন না বাংলাদেশকে।  

দুই দলের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে রশিদ খান খুব বেশি পার্থক্য খুঁজে পাননি বলে জানান। শুধু তাই নয় বাংলাদেশকে নিজেদের সমপর্যায়ের দল মনে করেন তিনি। তবে ‘হিটার’ ব্যাটার নিয়ে পার্থক্য খুঁজে পেয়েছেন। জানিয়েছেন নিজ দেশের মতো বাংলাদেশের এমন পাওয়ার ‘হিটার’ ব্যাটার নেই।  

আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে… আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী হিটার আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো। ’

আফগানিস্তান ও বাংলাদেশকে একই পর্যায়ের দল মনে করেন জানিয়ে রশিদ আরও বলেন, ‘সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়। ’

রশিদ এটাও জানিয়েছেন, তার চোখে ভালো-খারাপ দল বলে কিছু নেই ‘আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান। যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি। ’

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।