ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

আলিম দারকে টপকে বিশ্বকাপে টাকারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
আলিম দারকে টপকে বিশ্বকাপে টাকারের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার আম্পায়ার রড টাকার। ছাড়িয়ে গেছেন আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আলিম দারকে।

আজ ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে দায়িত্ব পালন করছেন টাকার। সবমিলিয়ে বিশ্বকাপে এটি তার ৪৬তম ম্যাচ। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রতিটি আসরেই দেখা গেছে তাকে। সে বছরই আম্পায়ার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন ৫৯ বছর বয়সী এই অজি। সবমিলিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।

পাকিস্তানের আলিম দার অবশ্য গত বছর আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান। তাই এবারের বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকায় রাখা হয়নি তাকে। টাকারের মতো তিনিও ২০০৯ বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে ছিলেন। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত ৪৫ ম্যাচে দেখা গেছে পাকিস্তানের এই আম্পায়ারকে।  

৩৮ ম্যাচ নিয়ে তালিকার তিনে আছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ৩৭ ম্যাচ নিয়ে চারে ও ৩৩ ম্যাচ নিয়ে পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার মারাইস ইরাসমাস।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এএইচএস 

  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।