ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের আপৎকালীন কোচ লক্ষণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
ভারতের আপৎকালীন কোচ লক্ষণ

২০২৪ বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। সিদ্ধান্ত অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু এখনও নতুন কোচ নিয়োগ দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  

এ অবস্থায় টিম ইন্ডিয়ার আপৎকালীন দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ। তবে তিনি দায়িত্ব সামলাবেন শুধু জিম্বাবুয়ে সফরে। এ মাসের শেষদিকে অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই তার জায়গায় স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। বিসিসিআই সচিব জয় শাহ আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বিশ্বকাপ জেতার পর ক্যারিবিয়ানে দলের সঙ্গেই আছেন জয় শাহ। সেখানেই কয়েকজন ভারতীয় সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি কোচ নিয়োগ নিয়ে কথা বলেন। তিনি জানান, বোর্ডের উপদেষ্টা কমিটি এরইমধ্যে কোচ নিয়োগ করতে দুইজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। শিগগিরই সাক্ষাৎকার গ্রহণ করে তাদের একজনকে বেছে নেওয়া হবে।

জয় শাহ আরও জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও ভারতীয় দলের কোচ হিসেবে থাকতে চেয়েছিলেন রাহুল। কিন্তু পারিবারিক কারণে তিনি দায়িত্ব ছেড়েছেন।  

২০২১ সালে রবি শাস্ত্রীর কাছ থেকে ভারতের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেন রাহুল। এর আগে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক ছিলেন তিনি। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ওই টুর্নামেন্ট শেষেই দায়িত্ব ছাড়ার কথা ছিল তার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর তো ইতিহাসেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তার অধীনে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে ভারত।

এদিকে দ্রাবিড় আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। তার বিদায়ের পর ভারতের প্রথম সফর জিম্বাবুয়েতে। যেখানে আগামী ৬ জুলাই থেকে ৫টি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। এই সফরে দায়িত্ব সামলাবেন লক্ষণ। এরপর ২৭ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। যেখানে তারা ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে। জয় শাহর বক্তব্য অনুযায়ী, এই সফরের আগেই নতুন কোচ পেয়ে যাবে ভারত।

ভারতের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন?

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীরকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে যে দুজনকে বাছাই করা হয়েছে সেখানে নাকি ভারতীয় নারী দলের সাবেক কোচ ওয়ার্কেরি ভেঙ্কট রমনের নামও রয়েছে। তবে সম্ভাবনার দিক থেকে এগিয়ে রয়েছেন কলকাতাকে এবারের আইপিএল জেতানো মেন্টর গম্ভীর।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।