ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘুমের কারণে টিম বাস মিস করেছিলেন তাসকিন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ঘুমের কারণে টিম বাস মিস করেছিলেন তাসকিন!

বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যায়নি তাসকিন আহমেদকে। তখন বিষয়টি নিয়ে কথা উঠলেও এর কারণ জানা গেছে বিশ্বকাপ শেষে।

জানা যায় ঘুমে থাকার কারণে টিম মাস মিস করেন তাসকিন, পরে জায়গা হয়নি একাদশেও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন বলেও জানায় বিসিবির এক সূত্র।  

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এ সূত্র বিষয়টি নিশ্চিত করে আজ। ঘুমের কারণে টিম বাস মিস করায় বিসিবি তাকে একাদশ থেকে বাদ দেয়। সেদিন এই পেসারের বদলে খেলেন জাকের আলি অনিক। তবে ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে পারেননি এই ব্যাটার। ম্যাচটিতে বাংলাদেশ হারে ৫০ রানে।  

বিসিবি সূত্র ক্রিকবাজকে জানায়, ‘এটা সত্য যে সে (তাসকিন) টিম বাস মিস করার কারণে দলের সঙ্গে পরে যোগ দেন। কিন্তু তাকে কেন একাদশে খেলানো হয়নি সেটি কেবল কোচই বলতে পারবেন। কারণ ম্যাচটির পরিকল্পনায় সে ছিল নাকি ছিল না তার উত্তর কেবল হেড কোচই দিতে পারবেন। ’

‘এখানে যদি কোনো সমস্যা থাকতো (কোচ এবং ক্রিকেটারের মধ্যকার) তাহলে কিভাবে সে আফগানিস্তানের বিপক্ষে জায়গা পেয়েছে। ’ সূত্রটি জানায় বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছে তাসকিন, ‘সময়মতো না আসতে পারায় সে সবার কাছে মাফ চেয়েছে। তাই এটি নিয়ে ইস্যু করার কোনো কারণ দেখছি না। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।