ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবিতে বৈঠকে বোর্ড পরিচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
বিসিবিতে বৈঠকে বোর্ড পরিচালকরা ফাইল ছবি

দুপুর হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা আসতে শুরু করেন। এরপর বিসিবিতে শুরু হয়েছে পরিচালকদের বৈঠক।

দুপুর সাড়ে তিনটার দিকে আলোচনা শুরু হয়।

বিসিবির সভায় বিভিন্ন বিষয়েই আলাপ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্সও। সুপার এইটে উঠলেও তাদের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা রয়েছে।  

এর বাইরে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি নিয়েও আলাপ হবে। আলোচনা হবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের চুক্তির মেয়াদও আছে আলোচ্য সূচিতে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।