ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘শান্তর কথা মেনে নেওয়া যায় না’, সেমিফাইনাল প্রসঙ্গে পাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
‘শান্তর কথা মেনে নেওয়া যায় না’, সেমিফাইনাল প্রসঙ্গে পাপন

সুপার এইটে দুই ম্যাচ হারার পর বাংলাদেশের সম্ভাবনা গিয়ে ঠেকেছিল তলানিতে। কিন্তু হুট করেই তাদের আশার পালে হাওয়া লাগে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আফগানিস্তান। এরপর শেষ ম্যাচে আফগানিস্তানকেও ১১৫ রানে আটকে দেয় বাংলাদেশ।  

এরপর সমীকরণ দাঁড়ায়, ১২ ওভার ১ বলে এই রান তাড়া করতে পারলেই বাংলাদেশ সেমিফাইনালে যাবে। কিন্তু তারা শেষ অবধি অলআউট হয় ১০৫ রান। এই ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, তিন উইকেট হারানোর পর সেমিফাইনাল নয়, জয়ের জন্য খেলেছেন তারা।  

এ নিয়ে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি যেই কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সঙ্গে আমি কোনোভাবেই একমত না। আমি তো বলছি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছে ১২ ওভার পর্যন্ত আমাদের লড়াই করার দরকার ছিল। ’ 

ওই লড়াইটা কী বাংলাদেশ করেছে? পাপনের উত্তর, ‘আমাদের যখন ডিফেন্স করা দরকার ছিল, তখন দেখছি মারতেছি। যখন মারা দরকার, তখন দেখি ডিফেন্ড করতেছি। এটা তো প্রথমেই বলেছি গ্রহণযোগ্য না। এই যে বললাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরও নির্দিষ্ট করে দিতে পারতাম যদি ওদের সঙ্গে কথা বলতে পারতাম। ’ 

এবারের বিশ্বকাপে খুবই অল্প প্রত্যাশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে পৌঁছে যায় তারা। কিন্তু সুপার এইটে একটি ম্যাচেও জিততে পারেনি তারা। এসব ম্যাচে কি বাংলাদেশের মধ্যে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল?

উত্তরে পাপন বলেন, ‘কেমনে বলবো। আপনারা যে একেকটা বলেন...অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে যে উইকেটে খেলা হয়েছে; ওইটা পুরো আলাদা নিউইয়র্ক, সেন্ট ভিনসেন্টের চেয়ে। ওই উইকেটে ওদের সঙ্গে জেতা কঠিন। ’

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।